আপনাদের এই গল্পটি খুব পছন্দ হবে। এটি আল্লাহ্র গল্প এবং এর অংশ হওয়ার জন্য আপনারা আমন্ত্রিত। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসুন। সত্য খুঁজে বের করুন।

আপনাদের এই গল্পটি খুব পছন্দ হবে। এটি আল্লাহ্র গল্প এবং এর অংশ হওয়ার জন্য আপনারা আমন্ত্রিত। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসুন। সত্য খুঁজে বের করুন।

ইঞ্জিল শরীফ কি বিকৃত করা হয়েছিল? ঈসা-আল-মসীহ্ কি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন? ঈসা-আল-মসীহ্ আল্লাহ্র পুত্র বলতে ঈসায়ীরা কি বোঝাতে চায়?

ইঞ্জিল শরীফ কি বিকৃত করা হয়েছিল? ঈসা-আল-মসীহ্ কি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন? ঈসা-আল-মসীহ্ আল্লাহ্র পুত্র বলতে ঈসায়ীরা কি বোঝাতে চায়?

আপনার যাত্রা শুরু করুন

পর্ব ১ – ক্ষমার মুল্য সব সময় চরা

হ্যামুদে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। বাকি বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে: “আমরা কীভাবে ক্ষমা পেতে পারি?” সত্যের পথে যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিন।


পর্ব ২ – আল্লাহ কেন কোরবানি বেছে নিলেন?

নবীরা কেন কোরবানী দিতেন তা নিয়ে আব্দুল্লাহ্ আর আলা আলোচনা করছিল। এর মধ্যে হামুদ যৌতুকের জন্য প্রস্তুত হচ্ছিল।


পর্ব ৩ – পবিত্র ইঞ্জিল কি নষ্ট হয়ে গেছে?

আব্দুল্লাহ্ তার ধারণাগুলো কোথা থেকে পাচ্ছে সেটা জানতে পেরে আলা বিষ্মিত হয় এবং রেগে যায়। কিন্তু আবু মুসা এমনকি হামুদও আরো জানতে আগ্রহী হয়ে উঠে। আব্দুল্লাহ্র কথা শুনে তারা প্রত্যেকেই খুবই অবাক হয়।


পর্ব ৪ – ঈশা কি আল্লার পুত্র?

যে সত্য সম্পর্কে তারা অবগত ছিল না সেই সত্য জানতে পারার পর আবু মুসা জিজ্ঞেস করল, “আল্লাহ্, আমি এই গল্প আগে কেন শুনিনি?


পর্ব ৫ – মশীহ কি কেবল একজন নবী?

“একমাত্র ঈসা মসীহ্ই জানতেন ক্ষমা কতটা দামী হতে পারে।” ছেলেগুলো কী হচ্ছে তা বোঝার চেষ্টা করছিল আর তা করতে করতে তারা একে অপরের সঙ্গে আরো খোলাখুলিভাবে সত্যি কথাগুলো বলছিল।


পর্ব ৬ – মশীহ কি ক্রুশে মারা গিয়েছিলেন?

“অসম্ভব! এটা অসম্ভব।” আসলেই কি তাই? জীবন ও আল্লাহ্র দয়ার সত্য সম্পর্কে তারা ইতোমধ্যেই অনেক কিছু জেনেছিল কিন্তু এখনও তাদের মনে অনেক প্রশ্ন রয়ে গেছে।


পর্ব ৭ – মশীহ কি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিল?

যাত্রা সম্পন্ন হল। তারা সত্যের সন্ধান পেল। তারা নিজেরাই বিশ্বাস করতে পারছিল না যে তারা কী বলছে—সত্যিই অবিশ্বাস্য।


পর্ব ৮ – মশীহ অনুসরণ

তারা সত্যের সন্ধান পেল। কিন্তু এই সত্য দিয়ে তারা কী করবে? আলা এখন একটি নতুন মানুষ। হামুদ তার ভালবাসা খুঁজে পেল কিন্তু সে যেমনভাবে আশা করেছিল তেমনভাবে নয়। এই যাত্রায় আপনি কীভাবে বদলেছেন?


আল্লাহ্ যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, তখন সেটি ছিল নিখুঁত ও ভালবাসায় পূর্ণ। মানুষকে সৃষ্টি করা হয়েছিল যেন তারা আল্লাহ্ এবং একে অপরের সঙ্গে একটি নিখুঁত সম্পর্কের মাঝে বেঁচে থাকে।

একটি নিখুঁত শুরু

আল্লাহ্ যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, তখন সেটি ছিল নিখুঁত ও ভালবাসায় পূর্ণ। মানুষকে সৃষ্টি করা হয়েছিল যেন তারা আল্লাহ্ এবং একে অপরের সঙ্গে একটি নিখুঁত সম্পর্কের মাঝে বেঁচে থাকে।

একটি নিখুঁত শুরু

কিন্তু আদম ও হাওয়ার মতই আমরাও আল্লাহ্র পথ থেকে সরে গিয়েছি। আমাদের পৃথিবীটা ভগ্ন: যুদ্ধ, দুর্নীতি, মিথ্যাচার, খারাপ সম্পর্ক ইত্যাদি, তালিকা চলতেই থাকবে...আমরা আল্লাহ্র অসম্মান করেছি এবং নিজেদের লজ্জায় ঢেকে ফেলেছি।

দুঃখজনক পরিণতি

কিন্তু আদম ও হাওয়ার মতই আমরাও আল্লাহ্র পথ থেকে সরে গিয়েছি। আমাদের পৃথিবীটা ভগ্ন: যুদ্ধ, দুর্নীতি, মিথ্যাচার, খারাপ সম্পর্ক ইত্যাদি, তালিকা চলতেই থাকবে...আমরা আল্লাহ্র অসম্মান করেছি এবং নিজেদের লজ্জায় ঢেকে ফেলেছি।

দুঃখজনক পরিণতি

মানুষ বিভিন্নভাবে এই ভগ্নতা থেকে পালানোর চেষ্টা করে যেমন: তাদের ভাল কাজের মাধ্যমে, কাজের সফলতা অর্জনের মাধ্যমে, মদ্যপানের মাধ্যমে, প্রার্থনা বা রোজা রাখার মাধ্যমে। কিন্তু এর কোনটাই প্রকৃত উদ্ধার আনতে পারে না।

কোন আশা নেই

মানুষ বিভিন্নভাবে এই ভগ্নতা থেকে পালানোর চেষ্টা করে যেমন: তাদের ভাল কাজের মাধ্যমে, কাজের সফলতা অর্জনের মাধ্যমে, মদ্যপানের মাধ্যমে, প্রার্থনা বা রোজা রাখার মাধ্যমে। কিন্তু এর কোনটাই প্রকৃত উদ্ধার আনতে পারে না।

কোন আশা নেই

তাই আল্লাহ্ ঈসা-আল-মসীহ্কে অর্থাঃ আল্লাহ্র কালামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। তিনি একটি নিখুঁত জীবন যাপন করেছিলেন, এরপর আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং মৃত্যু ও পাপকে জয় করে আবার জীবিত হয়ে উঠেছিলেন।

আল্লাহ্র ক্ষমা করার পরিকল্পনা

তাই আল্লাহ্ ঈসা-আল-মসীহ্কে অর্থাঃ আল্লাহ্র কালামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। তিনি একটি নিখুঁত জীবন যাপন করেছিলেন, এরপর আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং মৃত্যু ও পাপকে জয় করে আবার জীবিত হয়ে উঠেছিলেন।

আল্লাহ্র ক্ষমা করার পরিকল্পনা

ঈসা-আল-মসীহ্র উপর ঈমান এনে এবং অনুতাপ করে আমরা সকলেই আল্লাহ্র সঙ্গে আমাদের সম্পর্ককে পুনর্স্থাপিত করতে পারি। এটাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুখবর! আপনি কি ঈসা-আল-মসীহ্কে অনুসরণ করতে চান এবং আল্লাহ্র সঙ্গে সম্পর্ক স্থাপনের আশীর্বাদটি গ্রহণ করতে চান?

চিরকাল সুখে শান্তিতে বসবাস

ঈসা-আল-মসীহ্র উপর ঈমান এনে এবং অনুতাপ করে আমরা সকলেই আল্লাহ্র সঙ্গে আমাদের সম্পর্ককে পুনর্স্থাপিত করতে পারি। এটাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুখবর! আপনি কি ঈসা-আল-মসীহ্কে অনুসরণ করতে চান এবং আল্লাহ্র সঙ্গে সম্পর্ক স্থাপনের আশীর্বাদটি গ্রহণ করতে চান?

চিরকাল সুখে শান্তিতে বসবাস

মুক্তির গল্প

এই দুই ব্যক্তির জীবন কীভাবে ঈসা-আল-মসীহ্র কারণে পরিবর্তিত হয়েছে তা শুনুন।



রাফাত